বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৬ pm
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল গায়েবের ঘটনায় জড়িত সন্দেহে ঠিকাদার নাসিমুল ইসলাম গণি টোটনকে রাজশাহী থেকে ঢাকায় এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, সোমবার (১ নভেম্বর) রাত ১০টায় নগরীর কেশবপুর এলাকার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসে করে টোটনকে ঢাকায় নিয়ে গেছে সিআইডি। তবে, এখনও তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।
তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি ফাইল গায়েব হয়েছে। এর মধ্যে রাজশাহীর একটি ফাইল রয়েছে। এ জন্য তাকে ঢাকায় সিআইডি অফিসে ডাকা হয়েছিল। টোটন নিজেই যেতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় যেতে গিয়ে কোথায় হারিয়ে যান, এ জন্য সিআইডির একটি টিমের হেফাজতে রাতে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
জানা গেছে, রাজশাহীসহ সারা দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেন টোটন। নথি গায়েবের ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। আজকের তানোর