বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৯:৪৪ am

সংবাদ শিরোনাম ::
হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার হবে : নগর জামায়াত সেক্রেটারি ইমাজ নগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সেই ‘ডন’ গ্রেপ্তার আড়ালে পাচার, নারী নিরাপত্তায় মনোযোগ দরকার : উদিসা ইসলাম সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিমি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরেছে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন রাজশাহীতে সন্ত্রাসি কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক বেবী নাজনীন মোহনপুরে ভুল সংবাদ প্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ভারতীয় বেডশিট ছুড়ে ফেললেন রিজভী, আগুন দিলেন নেতাকর্মীরা মোহনপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে লীজকৃত পুকুরে মাছ ধরার অভিযোগ নগরীতে ছাত্রলীগের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা সিরাজগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু ধূসর ক্লিন সিটি রাজশাহী এখন ধূলই ক্ষতিকর বস্তুকণা উদ্বেগজনক নৌযানসহ ৭৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ বিতরণ উদ্বোধন রাবিতে পোষ্য কোটায় ভর্তি, প্রশাসনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা বৃদ্ধের সাথে যুবলীগ নেত্রীর বিয়ে, ফুলশয্যার আগেই টাকা নিয়ে উধাও তানোরে দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস পালিত নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপিত
তানোরে ভূমিহীন সেজে প্রতিবেশির সম্পত্তি দখলের অভিযোগ

তানোরে ভূমিহীন সেজে প্রতিবেশির সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর পৌরসভার এক কাউন্সিলরের নেপথ্যে ও মদদে ভূয়া ভুমিহীন সেজে একটি সংঘবদ্ধচক্র প্রতিবেশির দখলীয় সম্পত্তি জবর-দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত বছরের ২৩ ডিসেম্বর সৈয়দ আহসান বাদি হয়ে কাউন্সিলর তাছির উদ্দিন, এরাজ উদ্দিন, মালেক ও নাসির গংদের বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কিন্তু অভিযোগ করার মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে অবৈধ দখলদার সংঘবদ্ধচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সোমাসপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তাছির উদ্দিন ঘটক কথিত (ভুয়া) ভুমিহীনের নামে একটি ভূমিগ্রাসী সংঘবদ্ধ চক্রকে লেলিয়ে দিয়ে ওই সম্পত্তি জবরদখল করেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংবদ্ধচক্রের সদস্যরা বেড়া-বাশের খুঁটি পুতে সম্পত্তি জবরদখল করেছে এবং নারীরা দা-হাসুয়া নিয়ে পাহারা দিচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও বিস্ফোরণমুখর পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় এলাকাবাসী সঙ্কিত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার সোমাসপুর মৌজায় আরএস ৪৮ নম্বর খতিয়ানের ১৮, ১৯, ২০ ও ২০৭ নম্বর দাগে ৫ দশমিক ২৫ একর জমি রয়েছে। বিগত ১৯৬৪ সালে এসব সম্পত্তির বিনিময় করা হয় যাহার বিনিময় দলিল নম্বর ৫১৮।

২০০১ সালে ক্রয়সূত্রে এসব সম্পত্তির মালিক হন সৈয়দ আহসান আলী এবং পরবর্তীতে তার সঙ্গে বিনিময় সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন আফাজ উদ্দিন ও শামসুদ্দিন। এদিকে কারও কোনো আপত্তি ছাড়াই দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে এসব সম্পত্তি ভোগদখল করে আসছেন।

অথচ গত বছরের ২৩ ডিসেম্বর কাউন্সিলর তাছির উদ্দিন এসব সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ভূমিহীন নামে ভূমিগ্রাসী একটি গোষ্ঠিকে লেলিয়ে দেন এবং তার মদদে এসব ভূমিগ্রাসী রাতারাতি সেখানে বাঁশ-কাঠের খুঁটি পুতে এসব সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠে। এরা কোনো তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কাউন্সিলর তাছিরের মদদে জোরপূর্বক দখল করতে চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বয়োজৈষ্ঠ জানান, জমি কার সেটা জানি না। তবে, খাস জমি দেবার কথা বলে এক কাউন্সিলর আমাদের কাছে টাকা নিয়ে এসব জমিতে ঘর করতে বলেছে তাই আমরা ঘর করতে আসছি। তবে, সচেতন মহলের ভাষ্য, প্রায় ২০ বছর শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় সম্পত্তি সরকারি খাস সম্পত্তি হয় কিভাবে। এছাড়াও খাস সম্পত্তি নিতে চাইলেও তো কিছু নিয়মনীতি রয়েছে, রাতারাতি দখলের কোনো সুযোগ নেই।

এবিষয়ে জানতে চাইলে কাউন্সিলর তাছির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব খাস সম্পত্তি তাই এলাকার কিছু ভূমিহীন পরিবার সেখানে বাড়ি নির্মাণ করেছে। তবে, এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.