রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০৭ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলায় মুন্ডুমালা পৌরসভার ল্যাকটেটিং মাদার ভাতাভোগীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টার সময় পৌর হলরুমে নারী হন্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠান তানোর-রাজশাহীর আয়োজনে এ সভার অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন সভায় মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ কুমার চন্দ্র দেবনাথ।
উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র আতাউর রহমান, নারী হন্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানে রাজশাহীর সভাপতি আন্জুমান আরা পারভীন, প্রশিক্ষক রিংজয়া সুলতানা, সহকারী প্রশিক্ষক সাইমা খাতুন, অফিস সহকারী বিপাশা দাস ও আলিফ নূর প্রমুখ।
অনুষ্ঠানে পৌর এলাকার নভাতাভোগীর প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন। আজকের তানোর