মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:২০ pm
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে পথের আলাে সামাজিক শৃঙ্খলা উন্নয়ণ সংগঠনের আয়োজনে মাদক, যৌতুক, জুয়া, নারী নির্যাতন, চরমপন্থী, জঙ্গিবাদ দমন, উচ্চস্বরে মাইক ও বক্স বাজিয়ে শব্দ দুষনরোধ করার জন্য ধুরইল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ ও ইউনিয়নের বিভিন্ন প্রান্ত হতে আগত রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দের নিয়ে সামাজিক সচেতনতা তৈরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর শুক্রবার মাগরিব নামায শেষে ধুরইল রিফুজিপাড়া কামাল চেয়ারম্যানের রাইস মিলে ধুরইল ডিএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ দুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালানগর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আইনুল হক, ধুরইল ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়াজেদ আলী শাহ্, সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী মোল্লা, মোহনপুর তামিরুল মিল্লাত হাসানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ শরিফুল ইসলাম,পাঁচপাড়া দারুল ফালাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আব্দুল বারিক, সাবেক ইউপি সদস্য আঃ করিম মন্ডল, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোর্তজা সোনার, ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মোজাহার আলী, আহলে হাদিস হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন, সাবেক সার্ভেয়ার মুসা মন্ডল, সুলতান সোনার, শুকচান মন্ডল, হাসিবুর রহমান, আবুল কাশেম পথের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ আব্দুল বারি, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মাঈনুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ পলাশ, মোঃ ইখলাস, মোঃ ইসমাইল, মোঃ আলমগীর, মোঃ শাহিনুর রহমান, মোঃ দুরুল হুদাসহ এলাকার শিক্ষিত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সচেতন যুবকরা।
জনসচেতনতা মুলক আলোচনা সভায় বক্তারা বলেন, যৌতুক, নারী নির্যাতন, মাদকের মারাত্মক আগ্রাসনে সমাজ ব্যবস্থা জর্জরিত রয়েছে। উঠতি বয়সী যুবকরা যত্র-তত্র মাইকে বা বক্সে গান-বাজনার কারণে শব্দ দূষণ সৃষ্টি হচ্ছে। যার ফলে হৃদরােগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রােগীদের মৃত্যু ঝুঁকি তৈরীসহ ইবাদত ও নামায আদায়ের পরিবেশ নষ্ট হচ্ছে। এ সকল হতে বিরত থাকতে জন সচেতনতা তৈরীর লক্ষ্যে “পথের আলাে” সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।সচেতনতামূলক আলোচনা সভা হতে মাদক,যৌতুক, জুয়া, নারী নির্যাতন, উচ্চস্বরে মাইক, চরমপন্থী, জঙ্গিবাদ দমন ও বক্স বাজানো বন্ধে সবাই পথের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে একাত্বতা ঘোষনা করেন। এ সময় ১১টি পাড়ায় আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় স্থানীয় প্রায় ৮’শ জনগণ উপস্থিত ছিলেন। আজকের তানোর