শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বিআরডিবির উদ্যোগে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় অপ্রধান ভুক্ত দলের সুফলভোগী ৭৩ জন সদস্যদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর বেলা ১১টায়় বিআরডিবি হলরুমে পল্লীউন্নয়ন অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম ,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান।
পল্লীউন্নয়ন অফিসার হারুন অর রশিদ বলেন, বিআরডিবির আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচীর আওতায় অপ্রধান ভুক্ত দলের সুফলভোগী ৭৩ জন সদস্যের প্রতেককে ৩ কেজি করে বারি-১৪ উন্নত জাতের সরিষার বীজ বিনামূলে বিতরণ করা হয়ছে। আজকের তানোর