সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫১ am
নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজশাহী মহানগর যুবদলের সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে। এতে পুলিশের একজন এসআই হাতে আঘাত পেয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরীর মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তখন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করছিল মহানগর যুবদল। তখন একটি মিছিল ওই সমাবেশের দিকে যাচ্ছিল। বোয়ালিয়া থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই মিছিলে বাধা দেয়। মিছিল ছাড়াই নেতাকর্মীদের ওই সমাবেশে যেতে অনুরোধ করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এতে হাতে আঘাত পান মহানগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই ইফতেখার আলম। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সময় বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণসহ পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে যুবদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন।
মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট দাবি করেন, বহিরাগতরা এসে পুলিশের সঙ্গে ঝামেলা করে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। এ ঘটনার সঙ্গে যুবদলের কেউ জড়িত নয়।
ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মিছিলটি থেকে পুলিশকে লক্ষ্য করে দুই-একটা ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছিল। ঘটনা বেশি বড় না। পুলিশ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।