শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৩ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
তানোরে এবার হ্যাট্রিকের আশা নিয়ে নির্বাচনী মাঠে নামছেন বাধাইড় ইউপির ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মালেক। তিনি বিনয়ী প্রকৃতির মানুষ। এরআগে আব্দুল মালেক ২ বার ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়ে জনগনের সেবক হিসেবে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। ফলে, এবারো তাকেই ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করতে চান ভোটাররা।
জনগনের মতামত নিয়ে হ্যাট্রিক করার প্রত্যয়ে এবার ব্যাপক প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে নামছেন তিনি। মোরগ প্রতিকের প্রত্যাশী আব্দুল মালেক প্রতীক বরাদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছেন।
আগামী বুধবার ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধ হলেই নির্বাচনী মাঠে হ্যাট্রিকের আশা নিয়ে ভোট যুদ্ধে লড়বেন তিনি।
ভোটাররা বলছেন, আব্দুল মালেক ২ বার মেম্বার নির্বাচিত হয়ে গত ১০ বছরে জনগনের আশা আকাংখ্যা পুরনে সফল হওয়ায় আবারো তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা।
এলাকার ভোটাররা আরো বলছেন, বিনয়ী প্রকৃতির সাদা মনের সহজ সরল ও নরম প্রকৃতির মানুষ মালেক মেম্বার জনগনের বিপদে আপদে আপনজনের মত হয়ে পাশে থাকেন তিনি।
ভোটারদের অভিমত, সুখে-দুখে মালেক মেম্বারকে ডাকলেই পাওয়া যায়। মালেক মেম্বারের কাছে কোন কাজে গিয়ে কেউ সহযোগীতা ও সহায়তা ছাড়া ফেরেননি। তাই ভোটাররা মালেককেই ভোট দিয়ে আবারো ওয়ার্ডে মেম্বার নির্বাচিত করবেন বলেও জানান ভোটারসহ এলাকাবাসী।
এবিষয়ে এবারো মেম্বার প্রার্থী আব্দুল মালেক বলেন, আমি চেষ্টা করেছি জনগনের সাথে মিশে তাদের সেবা করার। এছাড়া এলাকার উন্নয়নে কতটুকু সফল হয়েছি তা ভোটাররাই ভাল বলতে পারবেন।
তিনি আরও বলেন, জনগনের চাহিদাতেই নির্বাচনে আবারো অংশ নিয়েছি। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করে বাধাইড় ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাধাইড় গ্রাম, চক বাধাইড়, বহরইল, পরানপুর ও বাধাইড় মিশনপাড়াসহ পুরো ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাল্লাহ।