রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৩০ am

সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী
নগরীতে পশুপাখি-উদ্ভিদ বাঁচাতে শব্দ নিয়ন্ত্রণের প্রত্যয়

নগরীতে পশুপাখি-উদ্ভিদ বাঁচাতে শব্দ নিয়ন্ত্রণের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পশুপাখি ও উদ্ভিদ বাঁচাতে শব্দ নিয়ন্ত্রণের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) ইমাম খতিব ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত পৃথক দু‘টি প্রশিক্ষণ কর্মশালায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রথমে বেলা ১১টায় নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম-খতীবদের নিয়ে এবং পরে বেলা ৩টায় রাজশাহী কলেজ মিলনায়তনে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ প্রোগ্রাম।

সকালে ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক ডা. আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা রাজশাহীর পরিচালক মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আসাদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার সাজিদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান প্রমুখ।

আর বিকেলে রাজশাহী কলেজ সভাপতি প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, অ্যাডিশনাল ডিআইজি জয়দেব ভদ্র, আরএমপি ট্রাফিকের ডিসি অনির্বাণ চাকমা প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উচ্চশব্দের কারনে হ্রাস পাচ্ছে মানুষের শ্রবণশক্তি। বিরূপ প্রভাব পড়ছে সামাজিক ও পারিবারিক জীবনে। মানবদেহে কানের ২০ ভাগ রোগের ১২ ভাগই হয় শুধুমাত্র শব্দ দূষণের প্রভাবে। এটি নীরব ঘাতক। ইমামদের উচিত বিষয়টি নিয়ে মসজিদে বক্তৃতা দেয়া এবং মুসল্লিদের শব্দ দূষণরোধে সচেতন করা।

শব্দ দূষণের কারনে শুধু মানুষ নয়, পশুপাখি ও উদ্ভিদেরও ক্ষতি হয়। এসব বাঁচাতে নিয়ন্ত্রণ করতে হবে শব্দ। মসজিদের ইমাম, খতিব ও রাজশাহী কলেজ শিক্ষার্থীরা শব্দ দূষণ প্রতিরোধ স্ব স্ব জায়গা থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.