রবিবর, ০৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৩ am
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ফিরোজ কবিরের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়ানো হয়েছে। এঘটনায় আজ (২৬ জানুয়ারী) বিকেলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চুনিয়াপাড়া সাহেব নামক মোড়ে।
অপরদিকে, স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী সাইদুর রহমানের বিরুদ্ধে নৌকার প্রার্থী আমির হোসেন আমীনের পোষ্টার ছেড়া ও তার কর্মীকে হুমকি ধামকি এবং বহিরাগত গুন্ডাবাহিনী দিয়ে অপপ্রচার মাইকিং করা ছাড়াও মহিলা কর্মীকে অকাথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনী অফিস ও বিএনপি নেতা মামুনের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেবারও অভিযোগের তীর বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে।
তবে, এব্যাপারে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন তাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে।
বিএনপির প্রার্থী ফিরোজ কবির জানান, নৌকার প্রার্থী আমির হোসেন আমীনের সাথে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্য মূলকভাবে এমনটি করা হয়েছে। বিষয়টি নিয়ে অজ্ঞাতমানা ব্যক্তির বিরুদ্ধে আজ বিকেলে থানায় অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। আজকের তানোর