সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মামুন-উর-রশীদ (৬৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।
ডা. মামুন-উর-রশীদ রামেকের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর গ্রহণের পর রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। সেই চাকরি ছেড়ে দিয়ে একটি বেসরকারি ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস করতেন। এক সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন।
রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, ডা. মামুন-উর-রশীদ মহানগরীর শালবাগানের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ। তার স্ত্রী ডা. রোখসানা আরা রামেকের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক। দুই ছেলের জনক ডা. মামুন-উর-রশীদ।
বৃহস্পতিবার বাদ জোহর রামেক চত্বরে ডা. মামুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মহানগরীর টিকাপাড়া কবরস্থানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া কবরস্থানেই মরদেহ দাফন করা হয়। ডা. মামুন-উর-রশীদের মৃত্যুতে রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী শোক জানিয়েছেন। আজকের তানোর