রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৪ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ নভেম্বর রাজশাহীর তানোরে তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। এবার ভোটারদের কাছে মুল স্লোগান হয়ে উঠেছে নৌকার স্বপক্ষ বা বিপক্ষ নয়, প্রার্থীর আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে মেশার সক্ষমতা আছে তাকেই চেয়ারম্যান চাই নাগরিকরা। কারণ যেহুতু এটা স্থানীয় নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়, সেহুতু সরকার দলীয় প্রার্থীকেই বিজয়ী করতে হবে তাদের কাছে এমন বাধ্যবাধকতা নেই।
তথ্যানুসন্ধানে জানা গেছে, তালন্দ ইউপিতে চেয়ারম্যানপদে এবার প্রার্থী রয়েছেন ৪ জন। এরা হলেন. আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। আর স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু ও জামায়াত নেতা আক্কাশ আলী।
তবে, এখনো প্রতিক বরাদ্দ না হলেও প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এরমধ্যে অন্যতম তালন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু। ভোটাররা বলছেন, এখন পর্যন্ত প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রইস উদ্দিন বাচ্চু। ভোটের দিন যতো ঘনিয়ে আসছে প্রতিনিয়ত বাচ্চুর সমর্থন ততোই বাড়ছে।
ফলে, ধীরে ধীরে জনসমর্থন কমতে কমতে এখন তলানিতে পৌঁছেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেমের। এতে চরম বিপাকে পড়েছে তিনি। স্থানীয়রা বলছেন, ভোটের মাঠে বিজয়ী হবার দৌড়ে অন্য প্রার্থীদের সঙ্গে বাচ্চুর বড় পার্থক্য গড়ে দিয়েছে ভোট ব্যাংক মোহর গ্রাম।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালন্দ ইউপিতে ভোটার সংখ্যা প্রায় ৮ হাজার। এরমধ্যে মোহর ও লসিরামপুর গ্রামেই ভোট প্রায় সাড়ে ৩ হাজার। এতো ভোট সংখ্যার গ্রাম থেকেই বাচ্চু চেয়ারম্যান প্রার্থী। ফলে এবারে মোহর ও লসিরামপুর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের গ্রাম থেকে চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দিয়ে রইস উদ্দিন বাচ্চুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন।
ফলে শুধুমাত্র মোহর ও লসিরামপুর গ্রামের ভোট দিয়েই তালন্দ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করা সম্ভব। আর গ্রামবাসী এবার বাচ্চুকে নিয়ে সেই স্বপ্ন দেখছেন। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেম গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, গতবারে তার শেষ নির্বাচন। সেই প্রতিশ্রুতিতে বাচ্চু তাকে ছাড় দিয়েছিলেন। কিন্তু এবার তিনি আবারো প্রার্থী হওয়ায় তৃণমুলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না।
তারা বলছেন, আওয়ামী লীগের দু:সময়ে বিরোধী দলের নির্মম অত্যাচার ও নির্যাতন সহ্য করে যেসব নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন। সেই সব পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের একজন রইচ উদ্দিন বাচ্চু। আমরা এবার তালন্দ ইউনিয়নে বাচ্চুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আজকের তানোর