বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩০ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন এক জেলে। রোববার দিনগত রাতে উপজেলার চর বয়ারমারী এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম কামাল হোসেন (২২)। তিনি চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামের আব্দুর রশিদের ছেলে।
চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহা. সানাউল্লাহ জানান, রোববার দিনগত রাতে কামাল হোসেনসহ তিন জেলে মাছ ধরতে পদ্মায় নৌকা ভাসায়। কিন্তু প্রবল ঝড়ের কবলে পড়ে নৌকাখানী ডুবে যায়। এ সময় দুই জেলে সাঁতরে কূলে উঠতে পারলেও কামালের খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জেলে কামাল হোসেনসহ আরও দুজন পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে চরবয়ালমারী এলাকায় মাছধরা নৌকাসহ তিনজন ডুবে যায়। এতে দুজন সাঁতরে ঘাটে উঠলেও কামাল নিখোঁজ হন।
স্থানীয়দের ধারণা, কামাল নদীতে ডুবে গেছে। তার খোঁজ চলছে।
গোদাগাড়ীর ওসি কামরুল ইসলাম বলেন, কামাল হোসেন নামে এক জেলে নিখোঁজের খবর পেয়েছি। স্থানীয়রা নদীতে কামাল হোসেনের খোঁজ করছেন। আজকের তানোর