মো. শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) :
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপজেলা প্রশসানসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এউপলক্ষে আজ সোমবার ১৮ অক্টোবর সকাল ৯টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পুস্পস্তাবক অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির। পরে কেক কাটা হয়।
অপরদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, আইয়ুব হোসাইন, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ।
এছাড়াও দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, সহদপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শাহাজামাল প্রমুখ।
এছাড়াও তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমী, বেসরকারী প্রতিষ্ঠান রিক ও আশ্রয় আলাদা আলাদাভাবে দিবসটি পালন করে। আজকের তানোর