রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০১ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় পদ্মাপাড়ে নৌকাবাইচ দেখতে হাজারও মানুষের ঢল নামে। শুক্র ও শনিবার উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ী পদ্মা নদীর ঘাটে এ হাজারও মানুষের ঢল দেখা যায়। দুদিনব্যাপী শতবছরের ঐতিহ্যবাহী গড়গড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ও মুজিব শতবর্ষ উপলক্ষে বেংগাড়ী পদ্মা নদীর ঘাটে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই নৌকাবাইচ উপভোগ করার জন্য নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সদস্য মাসুদ রানা তিলু, ওসি সাজ্জাদ হোসেন, গড়গড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিসুর রহমান,
এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম দিন শুক্রবার বিভিন্ন স্থান থেকে শ্যালোচালিত ও দ্বিতীয় দিন শনিবার হাত বৈঠা চালিত নৌকাবাইচে পৃথকভাবে প্রতিযোগীরা অংশ নেন।
পদ্মার খায়েরহাট থেকে শিমুলতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদিনের এই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নৌকাবাইচের আয়োজক গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, শত বছরের গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে মানুষকে আনন্দ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতে আরও ব্যাপক পরিসরে এর আয়োজন করা হবে। আজকের তানোর