রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৭ am
ক্রীড়া ডেস্ক : মানসম্পন্ন বাংলাদেশ দলকে বিশ্বকাপের উদ্বোধনী দিনে হারাতে চায় স্কটল্যান্ড ক্রিকেট দল। রোববার ওমানে রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।
টাইগারদের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে স্কটিশ কোচ শেন বার্জার বলেন, আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত সংস্করণে সব দলকেই আমাদের হারানোর সামর্থ্য আছে। সেটা বাংলাদেশ, ওমান বা পাপুয়া নিউগিনি হোক না কেন।
তিনি আরও বলেন, গ্রুপপর্বের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা ওমান বা পাপুয়া নিউগিনির চেয়ে ওপরে দেখি না। আমরা জানি, সব দলই আমাদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে। আমাদের জন্য প্রতিটি ম্যাচই সবচেয়ে বড় ম্যাচ। আমরা প্রস্তুত আছি।
স্কটল্যান্ডের কোচ আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে লড়াইয়ের আগে আমাদের দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। আমরা বড় বড় দলের বিপক্ষে জয়ের অভ্যাস গড়ে চাপের সঙ্গে পরিচিত হয়েছি। গত এক মাসে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। আজকের তানোর