শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৫৩ am
আবদুল বাতেন, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে নিরাপদ ও বিষমুক্ত টমেটো উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সচেতনতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জানে আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাত করণ বিষয়ক সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মতিয়র রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর শাহ মো: জাকিউল বারি। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আবদুল বাতেন।
প্রশিক্ষণ কর্মশালায় টমেটাসহ বিভিন্ন ফল উৎপাদনে নিরাপদ, বিষমুক্ত, বাজার ব্যবস্থা, উৎপাদনসহ নানান সচেতনতা বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকের তানোর