শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিসর্জনের দিনে শুক্রবার সকালে শুরু হবে দেবী দুর্গার বিজয়া দশমী পূজা।
সকালে দশমী পূজার মাধ্যমে বিজয়া দশমী পূজা শুরু হয়। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।এবারও প্রথা মেনে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রাজশাহীর সনাতন ধর্মাবলম্বীরা। প্রত্যেকেই মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠলেন। বিষাদের মধ্যেও যেন আনন্দের সুর। লাল পাড় শাড়ি পরে লাইন দিয়ে দেবীকে বরণ করা থেকে প্রথা মেনে দেবীকে মিষ্টি মুখ করা সবই চলেছে সমান তালে।
দশমী সত্যিই মন খারাপের দিন। বিষাদের মধ্যেও ভক্তরা আগামী বছরের জন্য থাকলেন অপেক্ষায়। এবার রাজশাহীতে মোট ৪৫৬ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকের তানোর