রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৬ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে তালন্দ ইউপির অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার সুয়োগ চেয়ে নির্বাচনী মাঠে নামছেন তানোর উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ২ বারের নির্বাচিত তালন্দ ইউপির চেয়ারম্যান আবারো নৌকার চেয়ারম্যান পদে হেট্টিক করতে চাই প্রার্থী আবুল কাশেম।
তিনি ব্যাপক প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি হচ্ছেন। গত ৫ বছরে জনগনের পাশে থেকে ভোটারদের হৃদয়ে স্থান করে নেয়ার পাশাপাশি ব্যাপক উন্নয়নসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচী গুলো সঠিক ও সুষ্ঠ ভাবে বন্টন করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
সদামিষ্টিভাষী বিনীয় প্রকৃতির সাদা মনের অধিকারী সুনামধন্য ও ধন্যাঢ্য লালপুর গ্রামের মরহুম এরশাদ মেম্বারের পুত্র উচ্চশিক্ষায় শিক্ষিত আবুল কাশেম তানোর সদরে বাসায় থেকে প্রতিদিন ইউনিয়ন পরিষদে এসে জনগনের কাজকর্মগুলো সহজেই সমাধান করেন।
সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন সরকারী কাজকর্ম পরিদর্শে আসলে তানোর সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরে তালন্দ ইউপিকে বেছে নেন এবং কর্মকান্ড দেখিয়ে প্রসংশা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
গত ৫ বছরে এলাকায় ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি করোনা কালে জনগনকে সরকারী সহায়তা গুলো সঠিক ভাবে পৌছে দিয়ে ভোটারদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ভোটাররাও আবারো আবুল কাশেমকে নির্বাচিত করার পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। নৌকা প্রার্থী আবুল কাশেমে খুশি তালন্দ ইউপির ভোটাররা
এ্যাপারে তালন্দ ইউপিতে আবারো নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, জনগনের পাশে ছিলাম আছি থাকবো।
তিনি বলেন, আবাকে আবারো নৌকার মনোনয়ন দেয়ায় প্রধান মন্ত্র জননেত্রী শেখ হাসিনা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলগহা ওমর ফারুক চৈধুরী মাননীয় এমপি মহাদয়কে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, অসমাপ্ত উন্নয়ন কাজগুলো গুলো সমাপ্ত করে তালন্দ ইউপিকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সহলের সহযোগীতার পাশাপাশি ভোটারদের ভোট প্রার্থনা করেন তিনি। নির্বাচনী মাঠে প্রস্তুত রয়েছেন তিনি বলেও জানান তিনি। আজকের তানোর