শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১২ am
নিজস্ব প্রতিবেদক : সিংড়ার চলনবিলে শিকারির কিল্লা ঘরের ফাঁদ থেকে রক্ষা পেয়ে বকসহ বিভিন্ন প্রজাতির ১০১টি পাখি মুক্ত আকাশে উড়ল। সোমবার ভোরে বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া বিলে পরিবেশকর্মী সাইফুল ইসলাম ও হাসান ইমামের নেতৃত্বে প্রায় তিন কিলোমিটার কাঁদাপানি মাড়িয়ে ধানক্ষেত থেকে পাখিসহ তিন শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন পরিবেশকর্মীরা।
আটকরা হলো— তাড়াশ উপজেলার পলাশী গ্রামের শাহাদৎ হোসেন (৪০), মাহাতাব প্রামাণিক (৪৫) এবং দীঘরিয়া গ্রামের নাজমুল ইসলাম (৩৫)।
জানা যায়, সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসন তিন শিকারিকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত পাখিগুলো সকাল সাড়ে ১০টায় চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনিতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশকর্মী জুলহাস কায়েম, খান মো. শারফুল ইসলাম খোকন, জুবায়ের হক, আবুবকর সিদ্দিক, আবু কাহার প্রমুখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে চলনবিলে মাছের সঙ্গে পাখির আনাগোনা বেড়ে গেছে। আর সেই সঙ্গে কিছু শিকারি বিলের ধানক্ষেতে কলা-খেজুরপাতা দিয়ে বিশেষভাবে তৈরি কিল্লা ঘরে শত শত পাখি শিকারে মেতে উঠেছে।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চলনবিলের বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া থেকে শতাধিক পাখিসহ তিনজনকে আটক করা হয়। ধ্বংস করা হয় ৫টি কিল্লা ঘর। আজকের তানোর