রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৬ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব সম্পন্ন করা হবে। উদ্দেশ্য একটাই হিন্দু ধর্মাবলম্বীরা যেন সুন্দর এবং সাবলীলভাবে এই পূজা উদযাপন করতে পারেন।
আজ (১১ অক্টোবর) সোমবার সন্ধ্যায় রাজশাহীর তানোর সদরে অবস্থিত শিবতলা কেন্দ্রীয় মন্দির ও কামারগাঁ ইউপির দুর্গাপুর সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ এসব কথা বলেন। সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সহসভাপতি পঙ্কজ হলদার ও হিরেন প্রামানিক
।
ইউএনও আরো বলেন, পুলিশ বাহিনী ও আনসার ভিডিপি দ্বারা আমরা সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রযুক্তির ব্যবহারে পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। তারই আলোকে স্বাস্থ্যবিধি মেনে পুরো উপজেলার ৬০টি মন্দিরে আমরা আমাদের আচার উৎসব পালন করব। এছাড়া বিভিন্ন সোস্যাল অ্যাপের মাধ্যমে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দেরর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। এসময় তিনি কোন ধরনের অনভিপ্রেত ঘটনার খবর পেলে তাৎক্ষণিক সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, শুধু পুলিশই নয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাদা পোশাকে রয়েছে। করোনাকালে আমরা অনেক সংকটপূর্ণ সময় পার করেছি। এরপরও এবারে আয়োজনের ব্যাপকতা থাকছে অনেকটায় বেশি। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন স্যার অত্যন্ত দক্ষতার সাথে আমাদের নির্দেশনা দিয়েছেন। তারই আলোকে স্বাস্থ্যবিধি মেনে পুরো উপজেলার ৬০টি মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তানোর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, আজ সোমবার সন্ধ্যায় দুর্গপূজার উৎসব শুধু হয়েছে। আগামী শুক্রবার বিসর্জনের মধ্য দিয়ে পূজার উৎসব শেষ হবে। তানোর থানার ওসি তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে পূজা উদযাপন উপলক্ষে। তারা ওসি রাকিবুল হাসানের ভূমিকার প্রশংসা করেন। আজকের তানোর