শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৩ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর শিক্ষার্থী সাদেকুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদের সহধর্মিণী জীশান মীর্জা। তিনি সাদেকুলকে একটি বাইসাইকেল, হেলমেট ও মোবাইল ফোন দিয়েছেন। এসব দিয়ে ফুডপান্ডার রাইডার হিসেবে কাজ করবেন সাদেকুল।
সাদেকুল জেলার গোদাগাড়ী উপজেলার পশ্চিম বামনাইল গ্রামের জার্সিস আলীর ছেলে। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজে এবার স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। পড়াশোনার খরচ জোগাতে সাদেকুল শরবত বিক্রি করতেন। সম্প্রতি শরবতের দোকানেই বই নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়ার একটি খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
এটি দেখেই সাদেকুলের পাশে দাঁড়ালেন পুলিশ নারীকল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুনাক আয়োজিত এক অনুষ্ঠানে জীশান মীর্জার পক্ষ থেকে সাদেকুলকে বাইসাইকেল, হেলমেট ও মোবাইল ফোন দেওয়া হয়। রোববার সকালে আরএমপি সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন জীশান মীর্জা।
আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, বিশেষ পুলিশ সুপার এএফএম আনজুমান কালাম প্রমুখ। এ অনুষ্ঠানেই সাদেকুলের হাতে জীশান মীর্জার উপহার হস্তান্তর করা হয়। আজকের তানোর