সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৫৪ pm
জয়পুরহাট প্রতিনিধি : ঋতুরাজ বসন্ত আসতে এখনও দেরি। মাঘের প্রথম থেকেই শুরু হয়েছে আমগাছে মুকুল আসার। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এবার প্রায় সাড়ে ১৫ হাজারের অধিক গাছে আম ধরার আশা। মুকুল আসার শুরুতেই সকাল থেকে অধিক বেলা পর্যন্ত কুয়াশা থাকায় আসন্ন আম মৌসুমে উৎপাদন ব্যাহত হবার শঙ্কা আম চাষীদের।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রায় ৫০ হেক্টরের অধিক জমিতে প্রায় সাড়ে ১৫ হাজারের অধিক আম গাছের মধ্যে অনেক আমগাছে মুকুল ফুটতে শুরু করেছে। আমের মুকুল সাধারণত ফাগুনের শুরুতে ফোটা শুরু করলেও এবার মাঘের প্রথম সপ্তাহ থেকেই অনেক গাছে মুকুল ফুটতে শুরু করেছে।
শুরুতেই কয়েকদিন ধরে বিশেষ করে সকালে ঘণ কুয়াশায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আমের মুকুলে ছত্রাকের আক্রমন হতে আরম্ভ করেছে। এতে মুকুল নষ্ট হয়ে উৎপাদন ব্যহত হবার আংশকা করছেন আমচাষী ও সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষণ কর্তা ইদ্রিস আলী জানান, এ আবহাওয়াতে আমগাছে সাইপার মেথ্রিন গ্রুপের বালাইনাশক শেফা ও ছত্রাক নাশকের জন্য মেনকোজেব গ্রুপের কাফা প্রতি লিটার পানিতে ১ মিলি ওষুধ মিশিয়ে আমের মুকুলে ও গাছে স্প্রে করার জন্য আম চাষীদের পরামর্শ দিয়েছেন।
একই সাথে তিনি মাঠকর্মীদের মাধ্যমে আম চাষী ও ব্যক্তি গাছ মালিকদের মাঝে এ বিষয়ে ব্যাপক প্রচারণা ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে আমচাষীদের সেবা প্রদান করছেন। তিনি আরো বলেন, এবার উপজেলায় প্রায় ৫০ থেকে ৫৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কৃষি বিভাগ। আজকের তানোর