শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৪ pm
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি এই স্লোগান নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসমিনা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা,গোদাগাড়ী মডেল থানার নারী ও শিশু সুরক্ষা অফিসার আলেয়া খাতুন। সভাটি সভাপতিত্বে করেন শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ও এন্ড্রিফাস র্মুমু প্রমূখ।শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেয়া হয়। আজকের তানোর