শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৩ am
ক্রীড়া ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহার আধুনিক স্টেডিয়াম মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২১ ইং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ অক্টেবর) বিকেলে উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সান্তাহার ফুটবল একাডেমি বনাম মহাদেবপুর ফুটবল একাডেমি আংশগ্রহন করেন। ফাইনাল ফুটবল খেলাটি পরিচালনা করেন রেফারি আলমগীর হোসেন, সহ কারি রেফারি হিসেবে ছিলেন জিয়া উদ্দিন ও হোসাইন আলী।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির আমন্ত্রনে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, উপজেলা আ.লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, পৌর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোকন, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, সহ-সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে সান্তাহার ফুটবল একাডেমি’কে মহাদেবপুর ফুটবল একাডেমি ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ২০ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা। আজকের তানোর