শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৭ pm
নাটোর প্রতিনিধি : অবশেষে স্বপ্নের বাড়ি পেলেন নাটোরের বাগাতিপাড়ার সেই ঝুরমান বেওয়া। ঝুপড়িতে বাস করেও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে জমি দান করে উপজেলার কৈচরপাড়া গ্রামের ঝুরমান বেওয়া প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পেলেন এ নতুন ঘর।
শনিবার উপজেলা জিমনেসিয়ামে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে ঝুরমান বেওয়ার হাতে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা।
একই অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে নির্মিত সারা দেশের মতো এ উপজেলার ৪৪ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে গৃহ ও জমির কাগজপত্রাদি হস্তান্তর করা হয়।
নতুন বাড়ি পেয়ে উচ্ছ্বসিত দরিদ্র ঝুরমান সাংবাদিকদের কাছে তার অভিব্যক্তি বর্ণনা করে বলেন, ‘শেখ হাসিনার উপহার পাইচি। খুব খুশি হইচি। তার (শেখ হাসিনার) জন্যি দুয়া করি, তিনি যেন দীর্ঘজীবী হন।’
উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুরমান বেওয়ার ভাইয়ের দেওয়া জমিতে সরকারিভাবে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বারান্দাসহ দুই কক্ষবিশিষ্ট শোয়ার ঘর, একটি রান্না ঘর এবং একটি টয়লেট থাকবে ঝুরমানের নবনির্মিত বাড়িতে। এতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হয়। আজকের তানোর