সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৮ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
নগরীতে ধরাছোঁয়ার বাইরে শীতকালীন সবজি

নগরীতে ধরাছোঁয়ার বাইরে শীতকালীন সবজি

নিজস্ব প্রতিবেদক : বাজারে উঠেছে শীতকালীন সবজি । সেখানেও আগুন । ১০০ টাকায় বিক্রি হচ্ছে শিম, গাজর ১২০ টাকা। বরাবরের মতো নানা অজুহাত বিক্রেতাদের।

সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের স্বস্তি নেই সবজির বাজারেও। এ সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচেছ ৬৫ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা বেশি। ৪০ টাকা কমার পর কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১৬০ টাকায়। করলা ৮০ টাকায়, পটল ৪০ টাকা, বগেুন ৪০ টাকা, ঝিঙ্গা ৫০, করলা ৮০ টাকা, ফুলকপি ১০০ টাকার নিচে কেনা যাচ্ছে না। বাজারে উঠেছে শীতকালীন সবজি। সেখানেও আগুন।

ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। আর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ছিল ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে। ব্রয়লার মুরগির মতো পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও বেড়েছে। সোনালি মুরগির দাম বেড়ে ২৯০থেকে ৩০০টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগে এ মুরগির কেজি বিক্রি হয় ২৬০ থেকে ২৭০টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। দাম বাড়া প্রসঙ্গে মুরগি ব্যবসায়ীরা বলেন, বর্তমানে সবদিকে অনুষ্ঠান চলছে। যেমন চাহিদা আছে তেমন সরবরাহ নেই। মুরগি কম, তাই দাম বেশি।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এখন সব থেকে বেশি দামে বিক্রি করছেন গাজর। মানভেদে এক কেজি গাজর ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।  শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে । টমেটো কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে । সপ্তাহের ব্যবধানে এ সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

তবে শীতের আগাম সবজি শিমের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। এখন শিমের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। এর সঙ্গে কমেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগে ১৯০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম কমে এখন ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হচ্ছে। সরবরাহ না বাড়লে সবজির দাম কমবে না বলে জানান বিক্রেতারা।

এদিকে দেশের নদনদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। আর এতেই বাজারে কমেছে অন্যান্য মাছের সরবরাহ। যার প্রভাব পড়েছে দামেও।

রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি, কাতল মাছ ২৭০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কম । পাঙ্গাস মাছ ১৬০ টাকা, সিলভার কার্প ১৯০ টাকা । এ সব মাছের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে ।

এদিকে বেড়েছে সব ধরনের নদীর মাছের দাম। বিক্রেতারা বলেন, ইলিশ মাছ আশা শুরু করলেই আবার দাম কমে যাবে। মাছ ধরা বন্ধ থাকায় নদীর মাছের দাম বেড়েছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.