বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:৫৭ pm

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
কামারগাঁ ইউপি নির্বাচনে মেম্বারপদে লড়বেন বানু

কামারগাঁ ইউপি নির্বাচনে মেম্বারপদে লড়বেন বানু

নিজস্ব প্রতিবেদক, তানোর : রজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপি নির্বাচনে সাধারণ সদস্যপদে লড়বেন মোসা: আক্তার বানু। দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম উত্তোলন করছেন নির্বাচনী প্রার্থীরা। এরমধ্যে আক্তার বানু অন্যতম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। তবে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর শেষে উপজেলার ৭টি ইউনিয়নে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন ঘিরে রাজশাহীর তানোর উপজেলার সাধারণ মানুষের মাঝে বইছে নির্বাচনী আমেজ। এলাকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব, জনদরদি, সুবিচারক ও নীতিবান ব্যক্তিকে তারা তাদের মূল্যবান ভোট দিবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ইউনিয়ন থেকে মনোনয়ন তুলতে আসছেন প্রার্থীরা। আওয়ামী লীগ থেকে অনেকেই মনোনয়ন ফরম উত্তোলন করেছেন অনেকেই। কিন্তু বিএনপি দলের পক্ষ থেকে কেউ মনোনয়ন তোলেন নি। তবে, তারা সতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে মনোনয়ন তুলেছেন।

এদিকে, কামারগাঁ ইউনিয়ন পরিষদের ০৯ নম্বর ধানোরা ওয়ার্ডে নারী সদস্যপদে মোসাঃ আক্তার বানু নির্বাচন করবেন বলে জানা গেছে। তানোরের নির্বাচনের জরীপে তিনি প্রথম নারী যিনি সাধারণ সদস্যপদে নির্বাচনী মনোনয়নপত্র তুলেছেন।

আক্তার বানু সাংবাদিকদের জানান, দেশের উন্নয়নে যখন নারীরা এগিয়ে যাচ্ছে, তখন আমি কেনো অংশ নিবো না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী হয়ে দেশ শাসন করেছেন, আমি তাকে অনুষরণ করি।

আক্তার বানু আরো বলেন, কামারগাঁ  ইউনিয়নের ০৯ নম্বর ওর্য়াডকে মাদক ও সন্ত্রাস মুক্ত ওর্য়াড হিসেবে গড়ে তুলার লক্ষ‍্যে এবং অত্র-এলাকার সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ও সুবিধা বঞ্চিত দুস্থ দরিদ্র অসহায় মানুষের সেবা করার জন‍্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থীতা ঘোষণা করেছি।

আমি এলাকার ময়মুরুব্বি ও সুধিজনদের দোয়া ও ভালোবাসা নিয়ে তাদের পাশে থেকে কামারগাঁ ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডকে একটি আধুনিক ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তুলতে চাই। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.