শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে `সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে ।
আজ বুধবার ৬ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, আমিনুল হক x সাদির আহমেদ ভুলু।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য , সচিব, তথ্য উদ্যোক্তা ও গ্রাম পুলিশ।
ইউএনও শরিফ আহম্মেদ জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সরকার দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা রয়েছে ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হবে।
উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য এবং গ্রামপুলিশদের এখন থেকে ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন ছাড়াও কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান। আজকের তানোর