বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৮:৩৩ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ পরীক্ষার শেষ দিনে বুধবার (৬ অক্টোবর) ইউনিট-বি (বাণিজ্য) গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই ইউনিটের মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৮৯৫ জন। উপস্থিত ছিলেন ৩১ হাজার ৫১৭ জন। অনুপস্থিতির হার ২০.০১ শতাংশ।
এর আগে সি ও এ ইউনিটের উপস্থিতির হার ছিল যথাক্রমে প্রায় ৭৬ ও ৮৪ শতাংশ।
তার আগে গত ৪ অক্টোবর সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ১০ অক্টোবর থেকে পরীক্ষার ফল প্রকাশ এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হবে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর।
ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আজকের তানোর