সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৮ am
ডেস্ক রির্পোট : সাম্প্রতিক সময়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার নিয়োগ পরীক্ষার আধিক্যের কারণে বিপাকে পড়ছেন চাকরিপ্রার্থীরা। এ জন্য আপাতত সপ্তাহের এই দুটো দিনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কোনো নিয়োগ পরীক্ষা নেবে না। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
নজরুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার আপাতত পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে না। তবে বিভাগীয় পরীক্ষা আগের নিয়মেই চলবে।
গত তিন সপ্তাহে ধরে দেখা যাচ্ছে, সাপ্তাহিক ছুটির দিনে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা থাকছে। গত তিন শুক্রবার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের ৪৪টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর ১৭ সেপ্টেম্বর হয় ২১টি পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পাঁচটি পরীক্ষা। আর ১ অক্টোবর হয় ১৮টি পরীক্ষা। আগামী ৮ অক্টোবর হতে যাচ্ছে ১৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা। একই দিনে এতগুলো পরীক্ষার কারণে নিয়োগ প্রত্যাশীরা বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এ নিয়ে কিছুদিন ধরেই নিয়োগপ্রত্যাশীরা ক্ষোভ জানিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে পিএসসির শুক্র ও শনিবার পরীক্ষা না নেওয়ার কথা জানাল। এ সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।
নুরুল আলম নামের এক চাকরিপ্রার্থী বলেন, পিএসসির মতো করে অন্য প্রতিষ্ঠানগুলোও যদি একটু আমাদের কথা ভাবত, তাহলে এই সমস্যাটা কেটে যেত। আমরা আশা করি এর পর থেকে চাকরির সময়সূচি নির্ধারণের আগে প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেবে।
সূত্র : অনলাইন