শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৭ am
ডেস্ক রির্পোট : রাজশাহীর বাগমারায় মাছ ধরে বাড়ি ফেরার কথা ছিল মমতাজ আলীর (৪৫)। তবে এই শৌখিন মৎস্যশিকারি লাশ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার রাতে তাঁর লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামের মমতাজ আলী শখের বশে বড়শি দিয়ে মাছ ধরতেন। বাড়ির পাশের ফকিন্নী নদীর পানি কমতে শুরু করায় প্রতিদিন বিকেলে তিনি বড়শি নিয়ে মাছ ধরতেন।
রোববার বিকেলে বাড়ি থেকে বড়শি নিয়ে বের হন মাছ ধরার জন্য। চানপাড়া সিনেমা হলসংলগ্ন স্থানে ফকিন্নী নদীতে তিনি বড়শি ফেলেন। ধরা মাছ নিয়ে প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে ফিরলেও এ দিন ফেরেননি। পরিবারের লোকজন মাছ ধরার স্থানে গিয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। থানায় খবর দেওয়া হলে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
মমতাজ আলীর স্বজনেরা বলেন, তিনি মৃগী রোগী ছিলেন। ওই রোগের কারণে তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন। স্থানীয় কাউন্সিলর আবদুল হান্নানও একই কথা বলেন।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মমতাজ আলী মৃগী রোগী ছিলেন। তাঁর চিকিৎসার কাগজপত্র দেখে ও পরিবারের সদস্যদের কাছ থেকে মৃগীরোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আজকের তানোর