শুক্রবার, ১৮ অক্টোব ২০২৪, সময় : ১১:৪১ am

সংবাদ শিরোনাম ::
মোহনপুরে দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টে বন্ধু একাদশ চ্যাম্পিয়ন শিক্ষকদের কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড পুলিশের লাঠিচার্জ, আহত ৩৩ ধর্মীয় উৎসব দুই ঈদে ১১ আর পূজায় দুই দিন ছুটি পাস পল্লীবিদ্যুতের কর্মকর্তা চাকরিচ্যুত, প্রতিবাদে রাজশাহীতে শাটডাউন কাটাখালীতে সড়কের পাশ থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার বাগমারায় ৪ দিনব্যাপি নকল নবীসদের কলম বিরতি কর্মসূচী পালিত নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯ নাচোলে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছরের বৃদ্ব গ্রেফতার ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় সমন্বয়ক সভা অহংকারীদের পছন্দ করেন না আল্লাহপাক ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা দুর্গাপুরে জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আরিফসহ ৩ জন গ্রেপ্তার আন্দোলনে নিহত সাকিবের লাশ ৭২ দিন পর কবর থেকে উত্তোলন আধিপত্ত্য বিস্তারে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষ নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন নগরীতে নিখোঁজ দুই নারী-শিশু ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এইচএসসিতে রাজশাহী বিভাগের ১২ কলেজের সবাই অকৃতকার্য
ঘুষের অভিযোগে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

ঘুষের অভিযোগে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

আজকের তানোর ডেস্ক : রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ কারণে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলী খাজা এমএ মজিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অবৈধ আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন ইউএনও শরিফ আহম্মেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাগমারায় গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। এরই মধ্যে প্রায় সাড়ে তিন শতাধিক ব্যক্তির যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। অভিযোগ উঠেছে, নতুনভাবে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

আবার টাকা না দিলে যাচাই-বাছাই কার্যক্রমে তালিকা থেকে বাদ দেয়ারও হুমকি দেয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকে টাকা দিচ্ছেন। বিষয়টি অনেকে মেনে নিতে পারেননি। তাই সভাপতির ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে মৌখিকভাবে অভিযোগ করেন তারা। পরে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ব্যাপারে কথা বলতে যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী খাজা এমএ মজিদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ইউএনও শরিফ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে আগামীতে আবারও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।

সূত্র : যুগান্তর।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.