শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১২ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
বাগমারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে উপছেপড়া ভীড়

বাগমারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে উপছেপড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড নিতে সবশ্রেণির নারী পুরুষ হুমড়ি খেয়ে পড়ছে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। গতকাল শনিবার সকাল থেকে দিনভর এই ভিড় লক্ষ করা যায়। তবে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থেকে অনেকে তাদের কাঙ্খিত কার্ড নিতে পারেননি। তাদের কার্ড পরবর্তিতে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তাফা।

জানা যায়,  গত বৃহস্পতিবার বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তবে গতকাল শনিবার ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে স্মার্ট কার্ড নিতে এসে অনেকে হয়রানীর শিকার হয়েছেন বলে জানা গেছে। অনেককে কার্ড না পেয়েই বাড়ি ফিরতে হয়েছে। পৌর সভার হেদায়েতীপাড়া মহল্লার বাসিন্দা আজাদ হোসেন জানান, তিনি শনিবার সকালে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গিয়ে স্মার্ট কার্ড নিতে পারেননি। তার হাতের ছাপ ও চোখের আইরিস নেওয়ার পর তাকে জানানো হয় তার কার্ডটি খুজে পাওয়া যাচ্ছে না। একই ভাবে কার্ড না পেয়ে ফিরে গেছেন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মতিন ।

তাকেও হাতের ছাপ ও চোখের আইরিস নেওয়ার পর তাকে জানানো হয় তার কার্ডটি খুজে পাওয়া যাচ্ছে না। এভাবে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি শনিবার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একে কার্ড না পেয়ে বাড়ি ফিরে গেছেন। আবার কার্ড নিতে এসে অনেকে হয়রানী শিকার হয়েছেন বলে ভুক্তভোগিদের অভিযোগ। ভবানীগঞ্জের পপি খাতুন জানান, দুইদিন ঘুরেও তিনি কার্ড নিতে পারেননি। মাঠে ব্যাপক ভিড় । দীর্ঘক্ষন লাইনে থেকেও কার্ড পাননি। আবার অনেকে ভিতরে ঢুকে সিরিয়াল না মেনে কার্ড নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তাফা জানান, গত বৃহস্পতিবার থেকে বাগমারায় কার্ড বিতরণ শুরু হয়েছে।

এখানে মোট ২লক্ষ ৫৪ হাজার ৪৯৩ টি কার্ড বিতরণ করা হবে। উপজেলার মোট ৫৪ টি ভ্যেনু থেকে এই কার্ড বিতরণ করা হবে। তিনি আরো বলেন, যোদের কার্ড পাওয়া যায়নি তাদের  একটি ফরম পুরন করতে হবে। ফরমটি আমরাই অফিস থেকে সরবরাহ করব। ফরম পূরন করে ঢাকায় পাঠানোর পরপরই তাদের স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.