রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৫ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩১ জন তাদের বায়োডাটা জমা দিয়েছেন। শুক্রবার বিকেলে বর্ধিত সভায় তারা জেলা নেতৃবৃন্দের কাছে বায়োডাটা জমা দেন।
এর মধ্যে কলমা ইউনিয়নের জন্য ৬ জন, বাধাইড় ইউপিতে ৫ জন, পাঁচন্দর ইউপিতে ৪ জন, সরনজাই ইউপিতে ৪ জন, তালন্দ ইউপিতে ৪ জন, চান্দুড়িয়া ইউপিতে ৩ জন এবং কামারগাঁ ইউপির জন্য ৫ জন।
শুক্রবার বিকালে তানোর উপজেলা অডিটরিয়ামে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেখানে জেলা আওয়ামী লীগ নেতাদের হাতে মনোনয়ন প্রত্যাশীরা তাদের বায়োডাটা জমা দিয়েছেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাসহ উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
তবে বর্ধিত সভার শুরুতে বঞ্চে বসা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকের তানোর