রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৭ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে রোগীর সাথে চিকিৎসকের প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার সকালে রাজশাহী চেম্বর অব কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চক্ষু বিশেষজ্ঞ ডা. নাইমুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চেম্বরের সাবেক পরিচালক হারুনুর রশীদ।
লিখিত অভিযোগে তিনি জানান, তার স্ত্রী লায়লা রশীদ চোখের সমস্যায় পড়লে চিকিৎসক নাইমুল হকের স্মরনাপন্ন হন। সেসময় তিনি একটি ইনজেকশনের জন্য ৩০ হাজার টাকার কথা জানান।
পরে তা বা দিয়ে ৯ হাজার টাকার ইনজেকশন পুশ রা হয়। চোখের চিকিৎসায় মোট ৪৬ হাজার টাকা নেওয়া হয়েছে। পরে চিকিৎসার কোন উন্নতি না হওয়া আবারো অপারেশন করা হয়।
বিষয়টি অন্য চিকিৎসককে জানালে ভুক্তভুগিকে বলা হয় ইনজেকশন পুশ না করে স্যালাইন পানি পুশ করা হয়েছে ও চিকিৎসার জন্য কয়েকগুন বেশি টাকা নেয়া হয়েছে। এর প্রতিকার চেয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী হারুনুর রশীদ।