রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৫ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
তানোরে আ’লীগের বর্ধিত সভায় মামুনের নেতৃত্বে হামলা, ভাংচুর

তানোরে আ’লীগের বর্ধিত সভায় মামুনের নেতৃত্বে হামলা, ভাংচুর

আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মঞ্চে উঠা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে একটি পক্ষ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় তানোর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামের অর্ধশতাধিক চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন ফার্মেসীতে ও তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেয়। কিন্তু এরির্পোট লেখা পর্যন্ত কাউকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির খবর পাওয়া যায়নি। তবে, এ ঘটনার বেশ কয়েক ঘন্টা পরে মামুন ও তাঁর অনুসারী এক নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে মামুন সমর্থকরা পরিস্থিতি বেগতিক লক্ষ করে তানোর পৌরভবনে অবস্থান নেয়।

 

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত (১ অক্টোবর) শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বর্ধিত সভার আয়োজন করা হয়। এজন্য জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকা করছে। (২ অক্টোবর) শনিবার তালিকা কেন্দ্রে পাঠানোর শেষ তারিখ।

উক্ত বর্ধিত সভায় তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অন্যতম সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল মঞ্চে উঠা ও চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসময় তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সমর্থকরা তাদের থামানোর চেষ্টা করলেও মামুন গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়াও এক পর্যায়ে অডিটোরিয়ামের অর্ধশত চেয়ার ছুড়াছুড়ি করে ভাংচুর করা হয়। এসময় পালাতে গিয়ে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের ছত্রভঙ্গ করে দেন।

এঘটনার বেশ কিছুক্ষণ পরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ঘটনাস্থলে এলে শান্তিপূর্ণভাবে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এমপি ওমর ফারুক চৌধুরী। তবে, প্রধান অতিথি আসার আগেই মামুনের নেতৃত্বে তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। পরে সাংসদ ফারুক চৌধুরী এলে জেলা ও স্থানীয় আওয়ামী লীগের সমন্বয় কমিটির কাছে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানপদে মনোনয়ন প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।

দলীয় সূত্র জানায়, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা জেলা কমিটির নিকট তাদের জীবন বৃত্তান্ত জমা দেবার দিন ধার্য্য ছিল। সেই সুবাদে ৭টি ইউপিতে মোট ৩১ জন চেয়ারম্যানপদের জন্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মনোনয়নের জন্য আবেদন করেন। এদের মধ্যে উপজেলার কলমা ইউপিতে চেয়ারম্যান ৬ জন, বাধাঁইড় ইউপিতে ৫ জন, পাঁচন্দর ইউপিতে ৫ জন, সরনজাই ইউপিতে ৪ জন, তালন্দ ইউপিতে ৬ জন, কামারগাঁ ইউপিতে ৪ জন ও চাঁন্দুড়িয়া ইউপিতে ১ জন জীবন বৃত্তান্ত জমা দেন।

এব্যাপারে তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। পরে তানোর উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রাব্বানীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা নেয়া হয়নি। এরপরও তালিকা নিয়ে বর্ধিত সভায় মামুন ও পাপুল যায়। এতে আসন গ্রহণ ও তালিকা নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে হাতাহাতিতে মামুনসহ আরও অনেকে আহত হয়। পরে মামুন ও অন্যদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেয়া হয় বলে জানান রাব্বানী।

এবিষয়ে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, মামুন তাঁর লোকজন নিয়ে পরিছন্ন বর্ধিত সভায় অতর্কিত হামলা করে। এতে তাঁর অনুসারী বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তবে, ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.