রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩২ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে কন্যা শিশুদের অগ্রযাত্রা বহমান রাখার প্রত্যয়ে জাতীয় কন্যা শিশুদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় কুইজ ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ছাড়াও তানোর আ’লীগের সহসভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক/শিক্ষিকা ও কন্যা শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা কন্যা শিশুদের অগ্রযাত্রা বহমান রাখতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ১৮ বছরের নিচে কন্যারা শিশু। তারা যেন কোন অবস্থাতেই বাল্যবিয়ের শিকার না হয়, সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে দৃষ্টি রাখতে হবে। আজকের তানোর