রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৬ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দোকার মাক্কামাম মাহমুদা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউর রহমান টুকু।
এছাড়াও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, কাউন্সিলর হাচেন আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানগণ। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়। আজকের তানোর