শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৯ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে রাতে মধ্যবয়সী এক বিধবা নারীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর চাপে বিয়ে করে রক্ষা পায় এক আওয়ামী লীগ নেতা আজম আলী (৫৮)। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে মধ্যবয়সী ওই বিধবা নারীকে আজম আলী বিয়ে করেছেন বলে নিশ্চিত করেন ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন।
তিনি জানান, কয়েক বছর আগে আজম আলীর কাছে একটি জমি বিক্রি করেন ওই নারী। এ থেকেই তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের শুরু। এ সম্পর্কের টানে মঙ্গলবার রাতে ওই নারীর বাড়িতে যান আওয়ামী লীগ নেতা আজম। বিষয়টি জেনে গ্রামবাসী তাদের হাতেনাতে ধরেন। পরে উভয় পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়।
শফিউল আলম রতন আরও বলেন, বয়স ৫০ পেরুলেও আজম আলী এখনও বিয়ে করেননি। বিধবা ওই নারীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। আলাপ-আলোচনা করেই মঙ্গলবার রাতে তাদের বিয়ে হয়।
কাজি আবুল বাশার বলেন, শুনেছি তাদের মধ্যে অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। রাত সাড়ে ১০টার দিকে ৬ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়। আজকের তানোর