শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:০৩ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার ১৫টি ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবন থেকে এ তথ্য জানানো হয়। আজ (৩০ সেপ্টেম্বর) সকালে তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এসম্পর্কে সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তর থেকে তাদেরকে মোবাইল ও অনলাইন মাধ্যমে জানানো হয়েছে। সকালে অফিস সময়ে চিঠিও পাওয়া যাবে বলেও জানান তারা।
গোলাম মোস্তফা আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। তবে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর শেষে ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
এদিকে, একই দিনে দ্বিতীয় ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোদাগাড়ীর আটটি ও তানোরের সাতটি ইউনিয়ন রয়েছে।
ইউনিয়নগুলো হলো- তানোর উপজেলার কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ কামারগাঁ, চাঁন্দুড়িয়া, ও গোদাগাড়ী উপজেলার মোহনপুর, পাকড়ি, মাটিকাটা, দেওপাড়া, বাসুদেবপুর, রিশিকুল, গ্রোগ্রাম ও চরআষাড়িয়াদহ ইউপিতে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।