শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় নাচোল আল-নুর ইসলামী শিশু সদন (এতিমখানা) চত্বরে আলহাজ্ব জোহাক আহমেদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ আহম্মেদ।
আজ (২৯ সেপ্টেম্বর) বুধবার দুপুর ২টার দিকে আল-নূর ইসলামী শিশু সদনের সভাপতি মোজাম্মেল হক মন্টুর সভাপতিত্বে আলহাজ্জ জোহাক আহমেদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন। পরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের ও সমাজসেবা অফিসার আল গালিব।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, শিশু সদনের সাধারণ সম্পাদক মজিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান ও পল্লীউন্নয়ন অফিসার হারুন-অর-রশিদসহ অন্যান্যরা।
এসময় আজীবন সদস্য হিসেবে ৮জন ব্যক্তি দশ হাজার টাকা করে দেবার প্রতিশ্রুতি দেন তারা। আজকের তানোর