রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৪ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে জমকালো ও জাকজমক ভাবে আদিবাসী ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) বুধবার দিন ব্যাপী চুনিয়াপাড়া আদিবাসী পাড়ায় এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় আদিবাসী ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কারাম উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
মুন্ডমালা পৌর এলাকার চুনিয়াপাড়া আদিবাসী ওরাও সম্প্রদায়ের দীঘরি রাজা পরিষদের রাজা মোজেন্দ্রনাথ আখড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বাধাইড় ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আব্দুল মতিন, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ও মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মারান্ডি প্রমুখ।
অনুষ্ঠানের আগে দীঘরি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কারাম অনুষ্ঠানে আগত অতিথিদের ঐতিহ্য অনুযায়ী আদিবাসি ওরাও সম্প্রদায়ের সাংস্কৃতিতে বরণ করে নেন আদিবাসীরা। আজকের তানোর