মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:২৮ pm
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর :
দুর্গাপুরে অনূর্ধ্ব-১৬ বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অনূর্ধ্ব-১৬ বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
ওই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দুর্গাপুর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু আরিফ রুবেল।
অনুষ্ঠানে মনিরুজ্জামান মজনুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শুভ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দুর্গাপুর কলেজের প্রভাষক মেয়র পদপ্রার্থী আমিনুল হক টুলু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন প্রমূখ।