রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৬ am
আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৪ হাজার ৯শ মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। দেড় বছর পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এত কম দেখলো বিশ্ব।
এ নিয়ে ৪৭ লাখ ৬২ হাজারের কাছাকাছি মোট প্রাণহানি হয়েছে বিশ্বে। ৮০৫ জনের মৃত্যুতে রোববার দৈনিক প্রাণহানির শীর্ষে ছিলো রাশিয়া। তবে সংক্রমণ শনাক্তের দিক থেকে সবার ওপরে ছিলো ব্রিটেন। দেশটিতে ৩২ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।
এদিন মেক্সিকোতে ৫৯৬, ইরানে ২৮৮, মালয়েশিয়া ও ভারতে ২৭৭ এবং যুক্তরাষ্ট্রে ২৬০ জনের মৃত্যু রেকর্ড করা হয়। বিশ্বজুড়ে মোট সংক্রমণ শনাক্ত ২৩ কোটি ২৬ লাখ ছাড়ালো। সূত্র : অনলাইন