শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:১৩ am
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জানুয়ারী) বিকেলে উপজেলার দুবইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভানেত্রী সোনীয়া সরদার, পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম।
এছাড়াও উপজেলার কলমা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, উপজেলা আওয়ামী সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, যুবলীগ নেতা আরিফ রায়হান তপন ও সিজারসহ স্থানীয় নেতৃবৃন্দ।