মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:০৫ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
‘দেশের জন্য সাংবাদিকদের ঐক্য জরুরি’

‘দেশের জন্য সাংবাদিকদের ঐক্য জরুরি’

ডেস্ক রির্পোট : দেশের জন্য সাংবাদিকদের ঐক্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরে সব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে আতাউস সামাদ স্মৃতি পরিষদ। সভায় বক্তারা তাঁর কর্মজীবনের কৃতি স্মরণ করেন। একই সঙ্গে সভায় বিশিষ্ট সাংবাদিক এ বি এম রফিকুর রহমানকে আতাউস সামাদ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের জন্য সাংবাদিকদের ঐক্য অত্যন্ত জরুরী। কারণ বর্তমানে যে মতামত ব্যক্ত করা একেবারে অপরিহার্য, তা সাংবাদিকেরাই করতে পারেন। সংবাদ এখন মালিকের কাছে গেলে বদলে যায়। তাই সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্য দরকার। সাংবাদিক নেতাদের সঙ্গে যে হেয় আচরণ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে যেমন ঐক্য তৈরি হয়েছে, এটা ধরে রাখতে হবে।’

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বর্তমানে সবাই সূর্যমুখীর মতো হয়ে গেছে। শুধু ক্ষমতার দিকে তাকিয়ে থাকে। নিজেকে ক্ষমতাবান করতে চায়। এই মহামারিতে লাখ লাখ মানুষ গরিব হয়েছে। বৈষম্য বেড়েছে সমাজে। আজ কেবল সভ্যতার সংকট নয়, আজ এই পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। এই করোনা, এই তালেবান হচ্ছে পুঁজিবাদ ও ফ্যাসিবাদের ফলাফল।’

আতাউস সামাদের স্মরণে তিনি বলেন, ‘রফিকুর রহমানের ছবি আমরা দেখেছি, কিন্তু সেই ছবির পেছনে যিনি ছিলেন, সেই আতাউস সামাদের কথা আজ আরও ভালোভাবে জানলাম। সবাই তাঁকে শিক্ষক হিসেবে পেয়েছেন আর আমি তাঁকে ছাত্র হিসেবে পেয়েছি। তাঁকে গণ-অভ্যুত্থানের সময় দেখেছি, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেখেছি। কোনটা খবর, উনি সেটা খুব ভালো বুঝতেন।’

পুরস্কার গ্রহণের পর এ বি এম রফিকুর রহমান বলেন, ‘আমি রয়টার্সে চল্লিশ বছর ধরে যে কাজটা করি, সেটা সামাদ ভাইয়ের অনুরোধেই শুরু করেছিলাম। তিনি আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। প্রতিদিনই আমি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, কাদের গণি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সভাপতি রুহুল আমিন খোকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, মোস্তফা কামাল মজুমদার, কবি হেলাল আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন প্রমুখ। সূত্র : আজকের পত্রিকা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.