রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০২ am
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে আফগানিস্তান ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা তালেবানের প্রতিশ্রুতি রক্ষা ও আফগান নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
এর মধ্যে নারী, শিশু ও নৃগোষ্ঠীর মানবাধিকারের বিষয়টির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কেউ যেন অন্য দেশে হামলা না চালাতে পারে সেই বিষয়টির ওপর তালেবানকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয়। এছাড়া উভয় দেশ আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সূত্র : যুগান্তর