শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০২ am
নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ওএমএস’র ৩৪ বস্তা (১৭০০ কেজি) চাল জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বেলা ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম পশ্চিমপাড়ার চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদের পৌরসভার সামনের গুদামে পুলিশ নিয়ে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।
অভিযানে ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ৩০ টাকা কেজি দরের ৩৪ বস্তা (১৭০০) কেজি ওএমএস’র চাল জব্দ করা হয়। এসময় গুদামে কেউ না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই গুদাম থেকে ৩৪ বস্তা ওএমএস’র চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
নন্দীগ্রাম এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন জানান, জব্দকৃত ওএমএস’র চালগুলো আমাদের জিম্মায় রাখা হয়েছে। আজকের তানোর