রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলা আইনশৃঋলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। পরে বেশ কয়েকজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান ছাড়াও কিডনি ও ক্যান্সার রোগীদের এককালীন অনুদানের ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সভাটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, উপজেলার পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কাঁমারগা ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে, একই দিন তানোর উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং কিডনি ও ক্যান্সার রোগীদের এককালীন অনুদানের ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার ময়না, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন প্রমুখ। আজকের তানোর