সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৮ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে গুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপি পূজার্চনা আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ সেন্টেম্বর গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর উইপি’র ৭ নম্বর ওয়ার্ডে এ ‘ক্যারাম’ প্রতিযোগীতার উদ্বোধক ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার।
উক্ত প্রতিষ্ঠানের ২২ তম ক্যারাম প্রতিযোগীতা উৎসবে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের এডিসি অতিরিক্ত শিক্ষা আব্দুর রশিদ। এতে সভাপতিত্ব করেন খালকো দিঘরী পরিষদের সভাপতি শ্রী নিরন চন্দ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান ৫ নম্বর ইউপি বীরমুক্তিযোদ্ধা নবদ্বীপ লাকড়া শ্রী রামপদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, পারগানা পরিষদের সাধারণ সম্পাদক মি: বাবলু হেমরম, শ্রী মজিন্দর লাকড়া রাজা দিঘরী তানোর শাখা মনিল লাকড়া সভাপতি বাংলাদেশ উরাও ছাত্র সংগঠন (বসা) কেন্দ্রীয় কমিটি। সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাল চারাল এাকাডেমী ও কিরন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি স্বতন্র ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি আদিবাসী জাতির আত্বপরিচয় অনুষ্ঠিত হয়। আজকের তানোর